প্রতিনিধি, রাজবাড়ী
ভাটিয়াপাড়া-কালুখালী রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল
নিহতের নাম আবদুস সালাম মোল্লা (৫৭)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারাদী ইসলামপুর গ্রামের বাসিন্দা। সালামের বাবার নাম জনাব আলী মোল্লা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি কালুখালীর দিকে যাচ্ছিলো। সালাম বহরপুর বাজার এলাকায় রেললাইন পার হচ্ছিলো। এসময় ভাটিয়াপাড়া থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে মারা যান।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। তিনি বলেন, এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply