প্রেস বিজ্ঞপ্তি.
রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের চেম্বার থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গতকাল বুধবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় এই অভিযোগ পরিচালনা করা হয়। এসময় এক মাদক ব্যবসায়ী আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম লাল্টু মিয়া (২৭)। তিনি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল গাফফার মিয়া।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডন মোড়ে চেকপোস্ট বসানো হয়। ওই সময় বেনাপোল থেকে ঢাকাগামী স্টিলের পাত বহনকারী ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি তল্লাশী চালিয়ে চালকের আসনের পেছনে দ্বিতীয় চেম্বার থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদকবহনকারী ট্রাক, ৪২টি স্টিলের পাত ও একটি সিমকার্ডযুক্ত একটি মুঠোফোন জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক লাল্টু মিয়াকে আটক করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করেছেন র্যাব-৮ ফরিদপুরের কোম্পানী অধিনায়ক শফিকুল ইসলাম। তিনি বলেন, লাল্টুর মিয়ার বিরুদ্ধে পাংশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
Leave a Reply