ফয়সাল সেখ.
১ ফেব্রæয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাশা থিয়েটার নামে একটি নতুন নাট্য সংগঠন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাট্যব্যক্তিত্ব গোলাম মোর্তজা সাগর। থিয়েটারের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, নাট্য নিদের্শক অজয় দাস তালুকদার ও আলী রেজা।
প্রত্যাশা থিয়েটারের নয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি গোলাম মোর্তজা সাগর, সাধারণ সম্পাদক মো. শিহাব, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সজীব সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন। কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন ও সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, নাটক সমাজ গড়ার হাতিয়ার। সমাজের নানা অসঙ্গতি নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। জাতি গঠনে, তরুণ সমাজকে সৃজনশীল করে গড়ে তুলতে নাটকের ভূমিকা অপরিসীম। থিয়েটার সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করে। অপসংস্কৃতি দুর করতে সহায়তা করে।
Leave a Reply