ফয়সাল সেক.
রাজবাড়ীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তবলা বাদক সুব্রত চক্রবর্তী (৫৭) হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে রোববার দিবাগত রাত ১২টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা গেছেন। শহরের সজ্জনকান্দার টিএন্ডটি পাড়ার সুব্রত জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক বাসিন্দা ছিলেন। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ভাই লিটন চক্রবর্তী এটিএন টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি। সোমবার দুপুর ১টায় তাকে পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
তাঁর মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমী, জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), আবোল তাবোল শিশু সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পরিবারের সদস্যদেও প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Leave a Reply