রাহিম মোল্লা
৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে মুজিবর্ষে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি ২০২১ উদ্বোধন করা হয়েছে।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সবুজ শ্যামল স্বদেশ গড়ি’ প্রতিবাদ্য সামনে রেখে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন। শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মহিলা সাংসদ কামরুন নাহার চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে সহকারী শিক্ষক তপন কুমার দে, চায়না সাহা, হাফিজুর রহমানসহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, অতিমারী করোনা গাছের প্রয়োজনীয়তা আমাদের সামনে আবারও তুলে ধরেছে। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারণ গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন যোগান দেয়। করোনাকালীন সময়ে অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ আবার নতুন করে উপলব্ধি করতে পেরেছে। আমাদের প্রত্যেককে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষক যদি একটি করে গাছ রোপণ করে তাহলে আমাদেও দেশ ফুলে ও ফলে ভওে উঠবে।
Leave a Reply