নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বুধবার রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির মেয়দ উল্টীর্ণ হওয়ার কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় মোতাবেক, মেয়াদোত্তীর্ণ হওয়ায় রাজবাড়ী জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে রাজবাড়ী জেলার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, আজ সন্ধ্যায় (বুধবার) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ি কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। অতি দ্রæত সময়ের মধ্যে আমরা জেলায় আসবো।
Leave a Reply