নিজস্ব প্রতিবেদক.
মঙ্গলবার সকালে রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের (লোকোমাস্টার-গার্ড-টিটিই) উদ্যোগে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আগামি ৩০ জানুয়ারির মধ্যে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ জটিলতা নিরসন এবং অর্থ মন্ত্রণায়ের প্রকাশিত কালো আদেশের ‘খ ও গ’ ধারা বাতিলের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কমসূচিতে সভাপতিত্ব করেন রাজবাড়ী রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের (লোকোমাস্টার-গার্ড-টিটিই) সভাপতি ইকবাল হোসেন। এসময় বক্তব্য দেন গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম, রাজবাড়ী গার্ড কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম, রেলওয়ে রানিং স্টাফ পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল রহমান প্রমূখ।
বক্তারা বলেন, রেলওয়ের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। রেলওয়েকে অঢ়ল করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। রেলওয়ের স্টাফ ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করেন। করোনা অতিমারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও রেলওয়েকে সচল রাখা হয়। আগামি ৩০ জানুয়ারির মধ্যে রেলওয়ের রানিং স্টাফদেও মাইলেজ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে। অর্থ মন্ত্রনায়ল থেকে প্রকাশিত কালো আদেশের খ ও গ ধারা বাতিল করতে হবে। দাবি আদায় না হলে ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।
Leave a Reply