নিজস্ব প্রতিবেদক.
২৫ জানুয়ারি রাজবাড়ীতে ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে সৈয়দ আলী ইকবাল সভাপতি ও সাগর চক্রবর্তী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা যায়, কমিটি গঠন উপলক্ষে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মঙ্গলবার ভোটের আয়োজন করা হয়। নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন কমল কৃষ্ণ চক্রবর্তী। সংগঠনের সদস্যরা উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে বিকেল সোয়া ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে সৈয়দ আলী ইকবাল মিঠু পেয়েছেন ১৮৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্ব›দ্বী বিদায়ী সভাপতি মো. আবদুস সাত্তার পেয়েছেন ৪১ ভোট। ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাগর চক্রবর্তী। নিকটতম প্রতিদ্ব›দ্বী রাকিবুর রহমান পেয়েছেন ৫০ ভোট। সাংগঠনিক পদে সোহানুর রহমান ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্ব›দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ১০৫ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আবদুল কাদের পেয়েছেন ১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী হাফিজ আল আসাদ ওরফে আরাফাত পেয়েছেন ৪ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচিত কোষাধ্যক্ষ মো. আবদুল কাদের। তিনি বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। আমরা সংগঠনের সদস্যদের বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট থাকবো। সবার কাছে এবিষয়ে সহযোগিতা প্রত্যাশা করছি।
Leave a Reply