প্রেস বিজ্ঞপ্তি
২৪ জানুয়ারি সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলায় গতকাল সোমবার দুপুরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল।
গ্রেপ্তার যুবকের নাম আরিফ পাটয়ারী (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। আরিফের বাবার নাম খালেক পাটয়ারী।
র্যাব- ৮ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাবের একটি টহল দল ডিএডি বি এম ইফসুফ আলীর নেতৃত্বে সোমবার দুপুরে সদর থানার চরখানখানাপুর গ্রামের রাজবাড়ী-ঢাকাগামী সড়কের গাজীপাড়া কাচারাস্তা মোড় থেকে আরিফকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৩৯৫টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় এশটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply