নিজস্ব প্রতিবেদক.
৩১ জানুয়ারি রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে এবার তিনটি প্যানেলে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এসময় উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
প্যানেল তিনটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবী পরিষদ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক নিরঞ্জন বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক গৌতম বসু, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা, ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে আবুল বাশার মো. শরীফ, শেখ মো. নাজিরুল ইসলাম, অনুপ কুমার দাস, খন্দকার ছানোয়ার হোসেন, শহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মসলেম উদ্দিন খান, সহ-সভাপতি সাইফুজ্জামান খান আজম, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন লিলি, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে সাজেদুর রহমান ইদ্রিস, সদস্য আরিফ উদ্দিন খান দিপু, হেদায়েত উল্লাহ মিয়া, আজিজুর ইসলাম টিটু খান, মো. তুহিন শেখ, মোহাম্মদ মাহফুজুর রহমান।
সাধারণ আইনজীবী পরিষদের সভাপতি পদে এ টি এম মোস্তফা মিঠু, সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বিজন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক তসলিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ জহুরুল হক, ক্রিড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে বিপ্লব কুমার রায়, সদস্য রফিকুল ইসলাম রফিক, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন, অভিজিৎ সোম ও আল আমিন মিয়া।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, বার এসোসিয়েশনে মোট ভোটার ২০২জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রার্থীদের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৩ জানুয়ারি। ৩১ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
প্রার্থীরা বারের সভাপতি স্বপন কুমার সোম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিকেল পাঁচটায় মোট ৩৩জনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।
এসময় বার এসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার সোম বলেন, আমরা চাই নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মতো নির্বাচন। নির্বাচন হবে অবাধ, উৎসবমূখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্রপূর্ণ পরিবেশে।
Leave a Reply