নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়ে নির্মুল কমিটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি মওলা বক্স।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজবাড়ী শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির শাহাদাৎ হোসেন, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, কৃষক নেতা সাত্তার মিয়া, রফিকুল ইসলাম সালু।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সারা দেশে ঘাতকদের বিচারের জন্য আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের ফলে যারা চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার হয়েছে। কিন্তু এখনো অনেক বিচার বাকি। আমরা দাবি করে আসছি প্রত্যেক জেলায় স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ কর হোক। সেই সাথে ৭২ এর সংবিধান ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
উল্লেঅ্য ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক।
Leave a Reply