নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৬তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে ৫শ জন অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল।
বুধবার বিকালে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার অায়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও রেলওয়ে স্টেশনে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের অাহ্বায়ক মোঃ অারিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহিন, যুগ্ম অাহ্বায়ক অাতিক, অাজাদ, মাহফুজ, লিখন, লিমন, নুরইসলাম, সদস্য জামাল, শরিফ, হাসান, মুক্তার, জামিল, অালমগীর, রহিম, অাকাশ, কাইয়ূম, বাঁধন প্রমুখ।
পড়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির অায়োজনে জেলা বিএনপির অাহ্বায়ক এ্যাডঃ লিয়াকত অালীর নের্তৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
Leave a Reply