প্রেস বিজ্ঞপ্তি.
ইয়াবাসহ এক ব্যক্তিকে মঙ্গলবার বিকেল পৌণে ৪টার দিকে গেস্খপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুরের এশটি দল। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার যুবকের নাম সেলিম রেজা (৪২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলায় মধুখালী উপজেলার আড়কান্দি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব ক্যাম্পের এশটি টহল দল ডিএডি শেখ ইসরাইল আমিনের নেতৃত্বে ফরিদপুর জেলার মধুখালী থানার বাঘাট ইউনিয়নের বাঘাট গোহাইল পাড়া গ্রামের জনৈক মো. মনিরুল ইসলাম(৩৩) এর বসত বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে সেলিম রেজাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২৬৫টি ইয়াবা বড়ি, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত দুটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির আট হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply