প্রতিনিধি, পাংশা
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে লিপি বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী রুবেল সরদার। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই গ্রামে। এ ঘটনায় পুলিশ স্বামী রুবেল সরদারকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল সরদার আগে মাছের ব্যবসা করতো। গত কিছুদিন ধরে সে বেকার জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। বুধবার সকালে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল তার স্ত্রীকে ধারালো দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে এগিয়ে এসে রুবেলকে আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ি নহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply