নিজস্ব প্রতিবেদক.
সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলায় ‘প্লাস্টিক দূষণ ঃ ক্ষতিকর প্রভাব’ প্রতিপাদ্য সামনে রেখে দুই দিনব্যাপি ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেওে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না সাহা। মেলায় মোট ২২টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক ২২টি স্টল ঘুরে দেখেন। পরে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩টায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে ২দিনব্যাপী মেলা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
Leave a Reply