প্রতিনিধি, রাজবাড়ী
৯ জানুয়ারি, রোববার, অফিসার্স ক্লাবের উদ্যোগে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী- ১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীলিক কুমার কর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. আজম প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী একটি শান্তিপূর্ণ জেলা। এই জেলার মানুষ আন্তরিকতার সঙ্গে তাকে সবসময় সহযোগিতা করেছে। তিনি মনে রাখার মতো স্মৃতি নিয়ে রাজবাড়ী থেকে বিদায় নিচ্ছেন। ঘাট পার হলে রাজবাড়ীবাসীর আতিথেয়তার কথা মনে থাকবে।
Leave a Reply