নিজস্ব প্রতিবেদক
শুক্রবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে গণসংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা সংসদেও সভাপতি প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আবদুস সামাদ মিয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সহসভাপতি শামসুল আলম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশবাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, উদীচী রাজবাড়ী জেলা সংসদের সহসভাপতি আজিজুল হাসান, আবদুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আবদুল হালিম প্রমূখ।
বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তান সরকারের বিভিন্ন অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে উদীচী প্রতিষ্ঠা করা হয়। উদীচী গণমানুষের সংগঠন। উদীচী শ্রমজীবী মানুষের কথা বলে। খেটে খাওয়া কুলি মজুরের কথা বলে। বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। মহান মুক্তিযুদ্ধেও মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। মহান মুক্তিযুদ্ধেও চেতনায় ৭২ এ সংবিধান প্রতিষ্ঠা করা হয়। কিন্তু দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ৭২ এর সংবিধান কাটাছেড়া করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণসংগীত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে।
Leave a Reply