রিদয় খান
শুক্রবার সকালে দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া জেলার কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সপ্তদীপা পাল শর্মী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীলিপ কুমার কর, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান।
আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নুরে জান্নাত সুজানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিজ ফুয়াদ খান, বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনুর শানু। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এবার ভর্তি হওয়া ১২৬ জন শিক্ষার্থীকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামি দিনে রাজবাড়ী তথা দেশের নেতৃত্ব দিবে। সবাইকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হতে হবে। মানবিক হতে হবে। শুধুমাত্র ভালো শিক্ষার্থীই নয়, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এই সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির আগে ও পরে শিক্ষার্থীদের নানা ধরণের সমস্যায় পড়ে। নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়। সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদেও মধ্যে যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে।
Leave a Reply