নিজস্ব প্রতিবেদক
‘অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই’ ¯েøাগান সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহরের ল²ীকোলের হরিসভা মন্দির প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আইনজীবী গণেশ নারায়ণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলী সদস্য ডি এন চ্যাটার্জী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আইনজীবী কিশোর রঞ্জন মন্ডল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শুভাশীষ কুমার বিশ^াস ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সহ-সম্পাদক বিপ্লব দে। সভার শুরুতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ছাত্রনেতা দেবজ্যোতি নাগ।
সভার শুরুতে একটি মনোজ্ঞ দলীয় নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এসময় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধেও মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু প্রায়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পাঁয়তারা চলে। দেশে অরাজকতা তৈরি করা হয়। নিরাপরাধ হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলা-লুটপাট চালানো হয়।
Leave a Reply