বালিয়াকান্দি প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ করান বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
শপথ অনুষ্ঠান শেষে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মে.ঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা বেগম, সদস্য মহসীন খান প্রমুখ।
গত ২৮ নভেম্বর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ( মেম্বার), ২১জনটি সংরক্ষিত আসনের সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত হন।
Leave a Reply