সাহিদা পারভীন, কালুখালী
সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন উপলক্ষে কালুখালী সরকারী কলেজ মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান। আরও বক্তব্য দেন রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সংরক্ষিত আসনের সদস্য রহিমা বেগম, ইউপি সদস্য আ. করিম প্রমুখ বক্তব্য রাখেন।
নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।
আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান আ. মতিন, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply