শহিদুল ইসলাম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হত দরিদ্র জেলেদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ২৫ ডিসেম্বর, শনিবার গোয়ালন্দের দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সময় ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
কম্বল বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী। অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, সময় ফাউন্ডেশনের পরিচালক রেজওয়ান শাহনেয়াজ সুজিত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত নোনাজলের কাব্য সিনেমা প্রদর্শন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র সর্বশেষ বিজয়ীকে সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিজ প্রদান করা হয়। বিজয়ী হন গোয়ালন্দের উজানচরের মাসুদ মন্ডল।
Leave a Reply