নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরিফুল ইসলাম রোমানকে আহŸায়ক ও শাহিনুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। তবে কমিটি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এই কমিটি কেন্দ্র থেকে ২৪ ডিসেম্বর, শুক্রবার রাত সাড়ে ১১টায় ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে।
কমিটিতে যুগ্ম আহŸায়ক হিসেবে ১৫ জন এবং সদস্য হিসেবে ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাজবাড়ী সদর উপজেলার ১৬ জন, বালিয়াকান্দি উপজেলার পাঁচজন, গোয়ালন্দ উপজেলায় পাঁচজন, কালুখালী উপজেলার তিনজন এবং পাংশা উপজেলার দুইজন স্থান পেয়েছে।
আরিফুল ইসলাম রোমান বলেন, অনেক দিন পরে আহŸায়ক কমিটি দেওয়া হয়েছে। রাজবাড়ীতে মূলদলে গ্রæপিং রয়েছে। আমি গ্রæপিংয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে চাই। দলীয় চেয়ারপার্সনের মুক্তির আন্দোলন বেগবান করবো। সেইসঙ্গে দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদেও নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবো।
Leave a Reply