নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীতে সদ্য প্রয়াত আইনজীবী রেজাউল করিম রেজার অশাল মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর, শুক্রবার রাতে শহরের একটি রেস্তোরায় গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনজীবী দেবাহুতি চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন কমলাকান্ত চক্রবর্তী। এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার সোম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, বিপ্লব কুমার রায়, আরব আলী, সদ্য প্রয়াত আইনজীবীর ভাই আবু ইউসুফ সোহেল, ওয়ার্কার্স পার্টির নেতা মওলা বক্স প্রমূখ।
সভায় বক্তারা সদ্য প্রয়াত আইনজীবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা কওে বলেন, রেজাউল করিম ছাত্র জীবন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। বামপন্থী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের পথচলা। তিনি ছিলেন ছাত্রমৈত্রীর জেলা শাখার সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি)। রাজবাড়ী জেলার সকল প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারের সৈনিক।
প্রসঙ্গত, ডেঙ্গ জ¦ুরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর মারা যান।
Leave a Reply