বালিয়াকান্দি প্রতিনিধি
২০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ভিক্ষুক ও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইনের উদ্যোগে লেপ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা হেল্পলাইন এডমিন প্যানেলের এ্যাডমিন মো. আকরাম হোসেন। সঞ্চালনা করেন আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কল্লোল কুমার বসু। এসময় আরও বক্তব্য দেন সাংবাদিক এস এম রাহাত হোসেন ফারুক, এ্যাডমিন লন্ডন প্রবাসী শহিদ খন্দকার লিটন, এ্যাডমিন রোমানা কবির, এ্যাডমিন মেহেদী হাসান মিলন প্রমুখ।
আলোচনা সভার শুরুতে অতিথি ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ৭০জনের মধ্যে লেপ বিতরণ করা হয়।
Leave a Reply