1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
March 27, 2023, 11:32 pm

রাজবাড়ীতে ‘হাড়’ নাটক মঞ্চস্থ

  • সর্বশেষ আপডেট Monday, December 20, 2021
  • 219 মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, সোমবার রাতে রাজবাড়ী শহরের লোকসেড বধ্যভূমিতে গণহত্যা নিয়ে ‘হাড়’ নাটক মঞ্চস্থ হয়েছে। মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এই নাটক মঞ্চস্থ করা হয়।

‘হাড়’ নাটকটি রচনা করেছেন ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় ছিলেন ফকীর জাহিদুল ইসলাম রুমন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসা পার্থ প্রতীম দাশ। মোট ৪৪জন অভিনেতা নাটকে অংশগ্রহণ করে।

নাটক উপলক্ষে পুরো লোকসেড এলাকায় মঞ্চ তৈরি করা হয়। গল্পের শুরুতে কয়েকজন যুবক গভীর রাতে এই বধ্যভূমিতে আসে। মুক্তিযুদ্ধের গল্প শুনতে, গণহত্যার গল্প শুনতে। গল্পের তাড়নায় এই বধ্যভূমিতে ঘুরে বেড়াতে থাকে। তাদের আত্মনাদে ও তাদের দীর্ঘ প্রতিক্ষায় মাটি থেকে আত্মাগুলো উড়ে আসে। আত্মাগুলো তাদের জীবনের বর্ননা দিতে থাকে। এসময় ঘটনাগুলো ভেসে উঠতে থাকে। সাধারণ মানুষ, নারী, শিশু, মুক্তিযোদ্ধাদের জীবনের গল্প চোখের সামনে চলে আসে। যুবকদের মধ্যে গল্পগুলো ভীষণ ভাবে তাড়না জাগায়। তাঁরা জীবনের শেকড়ের সন্ধানের নামে। আত্মার কথা যেন কেউ শুনতে চায় না। তাদের কষ্টের কথা যেন মাটির সঙ্গে মিশে থাকে। বাস্তব পরাবাস্তবের দোলাচালে প্রতিটি রক্ত, খুন, লাশ, চিৎকার, উল্লাস, আত্মনাদের মধ্যে দিয়ে গল্প শেষ হয়।

সন্ধ্যার পরে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host