নিজস্ব প্রতিবেদক.
রাজবাড়ীর রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিতমূখ সবার প্রিয় কমরেড রেজাউল করিম রেজা আর নেই।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোববার সকাল সাড়ে ৭টায় মারা গেছেন।
তাঁর বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায়। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগতভাবে তিনি আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
কয়েক দিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা সেবা নিচ্ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনিত হলে শুক্রবার সকালে তাকে ফরিদপুর বঙ্গুবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকেরা শনিবার বিকেলে তাকে ঢাকায় স্থানান্তর করে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এই ভিপি।
প্রয়াত এই নেতার প্রতি ডেইলি রাজবাড়ী নিউজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
Leave a Reply