ফয়সাল সেখ,
প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যগে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। ১৭ ডিসেম্বর, শুক্রবার মহান বিজয়ের মাসে এ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।


সকাল ১০টায় শহরের গোদার বাজার ঘাট থেকে পাবনা ঢালার চরের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। ঢালরচরে গিয়ে বন্ধুরা ঢারারচর রেল স্টেশন পরিদর্শন করে। সেখানে মধ্যাহৃ ভোজের আয়োজন করে তারা।
গান, আবৃত্তি ও ফটোসেশানের মধ্যে দিয়ে এক আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছে বন্ধুসভার বন্ধুরা।
এসময় বন্ধুসভার নতুন পুরাতন প্রায় অর্ধ শতাধিক বন্ধু উপস্থিত ছিল।
Leave a Reply