ফয়সাল সেখ,
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে। ১৪ ডিসেম্বর, মঙ্গলবার জাতির শ্রেষ্ঠ সন্তানদের সরণে এ কর্মসূচি পালন করা হয়।
১৯৭১ সালে পাকিস্তানিদের হাতে নিহত সকল বুদ্ধিজীবীদের সরণে বিকেল পাঁচটায় শহরের রেলগেট এলাকার শহীদ স্মৃতি চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বালনের আয়োজন করে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা। এসময় সকল শহীদের সরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বন্ধুসভার বন্ধুরা শোক র্যালি বের করে লোকশেড বধ্যভূমিতে যায়। বধ্যভুমিতে যাদের হত্যা করা হয়েছিল, সেখানে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক শাহিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস, সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ, যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও রিদয় খান রিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল সেখ, ক্রিড়া সম্পাদক বিনয় হালদার, সাবেক সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, বন্ধু রাহিম মোল্লা, রাকিব খান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সভাপতি লাইলি নাহার, জেলা পরিসদ সদস্য কোহিনুর বেগম, বাংরাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ।
Leave a Reply