বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বিএমডিসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী রোববার সকালে হৃদযন্ত্রের রক্তক্ষরণ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা গ্রামে। মারা যাওয়ার সময় তিনি দুই স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর তাঁর উপজেলার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এরপর তাঁর জানাযা নামাজ শেষে ঘিকমলা-পাটকিয়াবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply