প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে সংবাদকর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (এমওসিএস) নুজহাত সুলতানা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর, চারদিন ব্যাপী টিকা খাওয়ানো হবে। জেলার ৪২টি ইউনিয়নের ১২৮টি পুরনো ওয়ার্ডে এক লাখ ৩২ হাজার ৪১০জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে। একহাজার ৬৬টি কেন্দ্রে দুই হাজার ১৩২জন স্বেচ্ছাসেবক এতে অংশ নেবে। করোনাকালীন সময়ে টিকা কেন্দ্রে সুরক্ষা সামগ্রী থাকবে। তবে কারো শরীরে করোনার উপসর্গ থাকলে তাঁরা শিশুদের টিকা বাড়িতে নিয়ে খাওয়াতে পারবে।
Leave a Reply