নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, শনিবার সকালে ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ ¯েøাগান সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি আবদুস সামাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী। সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখার সভাপতি আবদুস সাত্তার মন্ডল। আরও বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, আজিজুল হাসান খোকা, ধীরেন্দ্রনাথ দাস, লিটন চক্রবর্তী, কাওসার আহমেদ প্রমূখ। পরে আবদুস সাত্তার মন্ডলকে সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট সিপিবি রাজবাড়ী শহর শাখা কমিটি ঘোষণা করা হয়।
সিপিবি নেতারা বলেন, কমিউনিস্ট পার্টি এদেশের মেহনতী মানুষের সংগঠন, এদেশের খেঁটে খাওয়া, কুলি-মজুরের সংগঠন। সরকার একদিকে উন্নয়নের কথা বলছে অন্যদিকে সাধারণ মানুষের জীবন নাভিশ^াস উঠে যাচ্ছে। নিত্য পণ্যেও দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। বিভিন্ন কৃষি পণ্য, যেমন সার, বীজ, ডিজেলের দাম কৃষকের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে এক শ্রেণির মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। আর অধিকাংশ মানুষ দিনের পর দিন আরও গরীব হয়ে যাচ্ছে। আমাদের এই ব্যবস্থা বদলের জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সারাদেশে গ্রামে গঞ্জে, পাড়া-মহল্লায় সংগঠন বিস্তৃত করতে হবে।
Leave a Reply