নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী ছাত্রদল জেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের আজাদী ময়দান এলাকায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহŸায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম প্রমূখ। এসময় ছাত্রলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি আপোষহীন নেত্রী। মাদার অব ডেমোক্রেসি। তাকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। তিনি শারীরিক ভাবে গুরুতর অসুস্থ। তাঁর সুচিকিৎসা প্রয়োজন। কিন্তু তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। তাকে বাঁচানোর জন্য জরুরিভাবে বিদেশে নিয়ে সুচিকিৎসা প্রয়োজন। আমরা বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি কামনা করছি। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য দাবি জানাচ্ছি।
Leave a Reply