নিজস্ব প্রতিবেদক
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ^ এইডস দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী জবে শেষ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সালাউদ্দিন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক দীপক কুমার বিশ^াস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আবদুল হান্নান। আলোচনা সভা সঞ্চালনা করেন নুজহাত সুলতানা। সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নার্স, বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এইডস একটি মরণব্যাধি। সারা বিশ^ এই রোগে আক্রান্ত। এই রোগ থেকে মুক্তির জন্য অন্যতম প্রধান উপায় হচ্ছে সচেতনতা। কারণ, সচেতনতায় পারে আমাদের এইডস থেকে মুক্তি দিতে। আমাদের শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বিশ^স্ত সঙ্গী নির্বাচন করতে হবে। প্রয়োজনে কনডম ব্যবহার করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
Leave a Reply