মহসিন মৃধা
১ ডিসেম্বর, বুধবার দুপুর ৩টার দিকে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছেন। রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কদমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশা চালকের নাম রইচ উদ্দিন শিকদার (৩২)। রইচ শহীদওহাব গ্রামের নবী শিকদারের ছেলে।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রইচ গোয়ালন্দ মোড় থেকে রিকশা নিয়ে ফেলুর দোকানের দিবে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। মাথা থেকে প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়। এতে করে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘঁনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয় থানা পুলিশ।
আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশিক ইশবাল সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গস্খহণ করা হবে।
Leave a Reply