সৌরভ চক্রবর্তী
১ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শতকণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। সভাপত্বি করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সপ্তদীপা পাল। সৌরভ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ^াস, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা। স্বাগত বক্তব্য দেন মূর্চ্ছনা চৌধুরী। আলোচনা শেষে শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করে।
Leave a Reply