বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামে সরকারি আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় ইঁভাটা মালিককে দুই টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্্িরট সাইফুল হুদা। এসময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদানে সহযোগিতা করেন পরিদর্শক মনিরুজ্জামান। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে পুলিশের একটি দল।
প্রত্যক্ষদর্শী ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার ইন্দুরদি গ্রামে আরএসবি বিকস নামে ইঁভাটা সরকারি আইন অমান্য করে পরিচালনা করা হচ্ছিলো। এতে করে ইঁভাটা মালিক আবু জাফরকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। এসময় বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটার আগুন নেভানো হয় এবং কাঁচা ইট পানি দিয়ে ভিজিয়ে নষ্ট করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ বলেন, সরকারি আইন অমান্য করে ইঁভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply