নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
৩০ নভেম্বও, মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এই সভার আয়োজন করা হয়।
পুরোহিত ও সেবাইতদের দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুর্বণা রানী দাস। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, পুরোহিত, সেবাইতরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্ম মানুষের কল্যাণের উদ্দেশ্যে। প্রতিটি ধর্মে শান্তির কথা বলা হয়েছে। সম্প্রীতির কথা বলা হয়েছে। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার কথা বলা হয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ সৌর্হাদ্রপূর্ণ পরিবেশে বসবাস করছে। সমাজে শান্তির বাণী পৌছে দিতে পুরোহিত ও সেবাইতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
Leave a Reply