1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 4:03 am

বালিয়াকান্দির ৭ ইউপির ৩টি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

  • সর্বশেষ আপডেট Monday, November 29, 2021
  • 175 মোট ভিউ

বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ ইউপিতে আওয়ামীলীগ ও ৩টি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

উপজেলা রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আ.লীগ মনোনীত আঃ হান্নান (নৌকা) ৬৯৬৪ ভোট, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা (লাঙ্গল) ৩৬৬ ভোট পেয়েছেন।

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত মো. রেজাউল করিম (নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান খান (মোটর সাইকেল) পেয়েছে ১০২৪০ ভোট ।

নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আ.লীগের মনোনীত মতিয়ার রহমান (নৌকা) ৩৬৪৫ ভোট, স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী (অটোভ্যান) ১২৬১ ভোট, আবুল হোসেন (ঘোড়া) ৪৫৬৫ ভোট, বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ ভোট ।

নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ. লীগের মনোনীত জহুরুল ইসলাম (নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মো. আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট, আ,লীগ সমর্থিত একেএম আতাউর রহমান (চশমা) ৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান (ঘোড়া) ১৭৬৯ভোট।

বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর বিশ্বাস (আনারস) ভোট ৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আ.লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ (নৌকা) ৪৯৮৮ ভোট, স্বতন্ত্র কামরুজ্জামান (মোটরসাইকেল) ১১৯ ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম (ঘোড়া) ৩৭১০ ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ ভোট।

জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত কল্লোল কুমার বসু (নৌকা) ৭৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস (আনারস) ৪৯৫৯ ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ভোট।

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ. লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন (নৌকা) ১১০৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র¿ ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host