নিজস্ব প্রতিবেদক
শনিবার ২৭ নভেম্বর রাজবাড়ীতে সিভিল রেজিস্ট্রেশন এন্ড ভাইটাল স্ট্যাটিক্স (সিআরভিএস) ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বও প্রদান সংক্রান্ত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ২৭ নভেম্বর শনিবার এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনায় ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী ইমদাদুল হক বিশ^াস। এসময় ডা. আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক কর্মসূতিতে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রশিক্ষণ মানুষের মেধাকে শাণিত করে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রæতিবদ্ধ। ইতিমধ্যে দেশের মানুষ এর সুফল ভোগ করতে শুরু করেছে। এতে করে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তাদেও বিভিন্ন ক্ষেত্রে হয়রানীর শিকার হতে হচ্ছে না।
Leave a Reply