বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নলিয়া গ্রাম খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, নলিয়াগ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব জ্যোতি বিশ্বাস, ব্যবসায়ী গোবিন্দ বিশ্বাস, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষিতে উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। এতে করে কৃষক ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবে।
চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে ৭২০ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ৭৫ মেট্রিকটন চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
Leave a Reply