সেখ ফয়সাল।
রাজবাড়ীতে বিলের পানিতে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল
২৪ নভেম্বর বুধবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ডহর বিলে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোমেন মোল্লা বলেন, পৈতৃকসূত্রে এই বিলের ৮০ শতাংশ জমির মালিক তিনি। বিলের বাকি অংশের মালিকদেরর থেকে জমি ইজারা নিয়ে তিনি প্রতিবছর মাছ চাষ করেন। সেই ধারাবাহিকতায় এবছরও তিনি কয়েক ধাপে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মাছ ছেড়েছেন। আর দুই মাস পর থেকে বিলের পানি কিছুটা কমে গেলে এই মাছ সংগ্রহ করার কথা ছিল।
মোমেন মোল্লা আরও বলেন, প্রতিদিন রাতে এবং ভোরে নৌকা নিয়ে তিনি বিলে মাছ দেখতে যান। বুধবার সকালে গিয়ে তিনি দেখতে পান কিছু মাছ মরে ভেসে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আরও অনেক মাছ মরে ভেসে ওঠে। মাছগুলো থেকে তিনি বিষের উপস্থিতি লক্ষ করেন। ধারনা করা হয় কেউ শত্রুতা করে এ কাজ করেছে।
প্রতিটি মাছের ওজন গড়ে দুই থেকে তিন কেজি
স্থানিয় বাসিন্দা মো. আজিজ মোল্লা(৮০) ও সাবদুল মোল্লা(৫২) বলেন, তিনি নিয়মিত এখান দিয়ে যাতায়াত করেন। আজ হঠাৎ করে বিলে বিষের গন্ধ পান। এবং দেখেনন মাছ মরে ভেসে উঠেছে। একটা পরিবারকে ধ্বংস করে দেয়ার জন্য চক্রান্ত করে এই কাজ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিলটি প্রায় ৮০ একর জায়গা জুরে অবস্থিত। বিলের পানিতে মাছ মরে ভেসে রয়েছে। বড় বড় রুই, আইড়সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ ও বিভিন্ন প্রকার দেশীয় মাছ। প্রতিটি মাছের ওজন গড়ে তিন থেকে পাঁচ কেজি।
ভুক্তভোগীর বাবা মো. বাবর আলী মোল্লা বলেন, মাছ ছাড়া থেকে শুরু করে এপর্যন্ত লালন পালন করতে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে। এবছর এখান থেকে প্রায় ১৮ থেকে ২২ টাকার মাছ বিক্রির লক্ষমাত্রা ছিল। আজ যে পরিমান মাছ মারা গেছে তাতে আট থেকে নয় লাখ টাকা লোকসানের আশঙ্কা রয়েছে ।
Leave a Reply