1. admin@dailyrajbarinews.com : dailyrajbarinews :
  2. akmolbangladesh@gmail.com : Sheikh Faysal : Sheikh Faysal
April 1, 2023, 3:57 am

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন

  • সর্বশেষ আপডেট Sunday, November 21, 2021
  • 153 মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, শনিবার রাজবাড়ীতে বিএনপির উদ্যোগে সংগঠনের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। শহরের আজাদী ময়দানের পাশে সংগঠনের জেলা কার্যালয়ের প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।

গণঅনশন কর্মসূচিতে রাজবাড়ীর বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্র্মীরা অংশগ্রহণ করেন। গণ অনশন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহŸায়ক আইনজীবী লিয়াকত আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব আইনজীবী কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা কমিটির আহŸায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান শেখ, পৌরকমিটির আহŸায়ক মাহবুব আলম চৌধুরী প্রমূখ। সকালে শুরু হয় গণঅনশন কর্মসূচি বিকেলে শেষ হয়।

বক্তারা বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। বেগম খালেদা জিয়া নানা রোগে জর্জরিত। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসময় বিএনপির একাংশের নেতাকর্মীদের সমালোচনা করা হয়।

তাঁরা অভিযোগ করে বলেন, দলের একাংশের নেতাকর্মীরা কাংখিত পদেও আশায় ছুটছেন। বড় বড় পদ পাওয়ার ঘোষণা দিচ্ছেন। কিন্তু আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকছেন না। খালেদা জিয়ার কারামুক্তির আন্দোলনে অংশ নিচ্ছেন না। এমনকি কেন্দ্রীয় নেতার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করছেন না।

আপনার পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন
© All rights reserved © 2021 | Daily Rajbari News
Theme Customized By Uttoron Host