নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও’ ¯েøাগান সামনে রেখে সকাল ১১টায় উদীচী শিল্পগোষ্ঠী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।
সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন সিপিবি সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বাবন চক্রবর্তী। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় দলীয় কর্মকান্ড ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। অযৌক্তিক ভাবে তেলের দাম বাড়ানো হয়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দিন দিন সীমিত আয়ের মানুষের জীবনযাপন করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অপরদিকে লুটপাট সকল রেকর্ড ভঙ্গ করছে। দুর্নীতি বেড়ে যাচ্ছে। সবক্ষেত্রে উন্নয়নের ধোঁয়া তোলা হচ্ছে। এসবের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সংগঠন শক্তিশালী করতে হবে। বিভিন্ন পাড়া মহল্লায় সংগঠনের বিস্তৃতি ঘটাতে হবে।
Leave a Reply