বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিদ্রোহী আটজন চেয়ারম্যান প্রার্থীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় আদেশ অমান্য করে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ১৭ নভেম্বর উপজেলা আওয়ামীলীগ বহিস্কারের পত্র ডাকযোগে পাঠানো হয়েছে।
আওয়ামীলীগ থেকে বহিস্কৃত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন ইসলামপুর ইউনিয়নের আহমদ আলী, নবাবপুর ইউনিয়নের আবুল হাসান আলী ও বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়নের নৃপেন্দ্রনাথ বিশ^াস, নারুয়া ইউনিয়নের আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়নের খলিলুর রহমান খান, জামালপুর ইউনিয়নের ইফনুস আলী সরদার, বালিয়াকান্দি ইউনিয়নের আলমগীর বিশ^াস। বহিস্কৃতদের মধ্যে নৃপেন্দ্রনাথ বিশ^াস ও আবুল হাসান আলী নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিগত নির্বাচনে জয়ী হন।
এদের মধ্যে আহমদ আলী উপজেলা আওয়ামীলীগের সদস্য, আবুল হোসেন আলী নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, বাদশা আলমগীর ইউপি আওয়ামীলীগের সহসভাপতি, নৃপেন্দ্রনাথ বিশ^াস ইউপি আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান, আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামীলীগের সদস্য, খলিলুর রহমান খান সদস্য, ইউনুস আলী সরদার সদস্য ও বর্তমান চেয়ারম্যান এবং আলমগীর বিশ^াস ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস বলেন, আমি বহিস্কারের বিষয়ে কোন পত্র পাইনি। তাছাড়া আমাকে তো কোনো কমিটিতেই রাখা হয়নি। সব কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। ওদেও যা খুঁশি করুক। এতে আমার কিছু যায় আসে না। সাধারণ মানুষ ও দলের ত্যাগী নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। দুইবার নির্বাচনে অংশগ্রহণ করে দুইবারই বিজয়ী হয়েছি। দ্বিতীয়বার বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছি। সবার অনুরোধে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।
আবুল হাসান আলী বলেন, আমি বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এলাকায় আমার কোনো বদনাম নেই। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আমাকে গোল্ড মেডেল দিয়েছি। এলাকার জনগন আমাকে ভালোবাসে। একারণে আমি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছি। তবে বহিস্কার করা হবে তা আগে থেকেই জানতাম। এসব জেনেই নির্বাচনে দাড়িয়েছি।
এবিষয়ে কথা হয় বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফির সঙ্গে। তিনি বলেন, বহিস্কৃতরা সবাই দল থেকে মনোনয়ন চেয়ে ছিল। দলীয় নীতিমালা মেনে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের কাছে ডাকযোগে বহিস্কারের পত্র পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।
Leave a Reply