ভালো কাজে মানুষের পাশে প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার ২৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী বন্ধুসভা আয়োজন করেছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
১১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টানের আয়োজন করা হয় । আলোচনাসভার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা সভাপতি আব্দুস সামাদ মিয়া, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ প্রমুখ।
এরপর বন্ধুরা গান ও আবৃত্তি পরিবেশন করেন। গান পরিবেশন করেন আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও ইমতিয়াজ আরেফিন সৌরভ। কবিতা আবৃত্তি করেন কাউসার আহমেদ রিপন।
এরপর বন্ধুরা মিলে কেক কেটে বন্ধুসভার জন্মদিন উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা প্রদ্যুত কুমার, সহ-সভাপতি তপন কুমার পাল, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, সাবেক অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস, যুগ্ম সাধারন সম্পাদক রিদয় খান রিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল সেখ, ক্রিড়া সম্পাদক বিনয় হালদার, বন্ধুসভার সাবেক সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, বন্ধু রাহিম মোল্লা, ইমতিয়াজ আরেফিন সৌরভ, রাফিদুল ইসলাম রাফি, মো. তুষার, শ্যামলি সরকার শিমু, শোভন সাহা, কাউসার আহমেদ রিপন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১১ নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রথম বন্ধুসভার পাতা প্রকাশিত হয়। এ দিনটিকে সারা দেশের বন্ধুরা বন্ধুসভার জন্মদিন হিসেবে উদযাপন করে আসছে।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছে ফয়সাল সেখ ও রাহিম মোল্লা
Leave a Reply