নিজস্ব প্রতিবেদক
‘হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে ।
সংবর্ধনা সভায় সভাপতিতত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুৃমার পাল। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এতে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ মো. ফখরুজ্জামান মুকুট, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল আযম মামুন, গোলাম মোস্তফা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
আলোচনা শেষে গান, নৃত্য ও কোরিওগ্রাফী পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। মিলনায়তনে উপচে পড়া দর্শক মুগ্ধ হয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
Leave a Reply