রাহিম মোল্লা
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মশালা হয়। শনিবার দুপুর ১২টায় জেলা সদর হাসপাতালে এ কর্মশালার উদ্বোধন হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ী এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আঃ রহমান, ইমারজেন্সি ইনচার্জ ও জ্যেষ্ঠ নার্স আব্দুল্লাহ আল মামুন, পুরুষ সার্জারি ওয়ার্ডের ইনচার্জ রহিমা ইয়ামিন সহ ডাক্তার,নার্স, সদর হাসপাতালের অন্যান্য স্টাফ এবং নার্সিং শিক্ষার্থী সহ সাধারণ মানুষ।
এসময় রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, দেশের ফায়ার ফাইটারেরা যথেষ্ট দক্ষ। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা ও তার পরবর্তী উদ্ধার তৎপরতা যার বড় প্রমাণ রয়েছে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে তার টিম, সদর হাসপাতালের সকল ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, হাসপাতালের অন্যান্য স্টাফ,এবং নার্সিং শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।
Leave a Reply