নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচি পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে আলোচনা সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের জ্যেষ্ট সহসভাপতি রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সহসভাপতি মহম্মদ আলী চৌধুরী, সাবেক সহসভাপতি গনেশ নারায়ন চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আযম মামুন, পৌর কমিটির সভাপতি উজির আলী শেখ প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আইনজীবী শফিক হোসেন। আলোচনা শেষে প্রয়াত নেতাদেও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে হত্যা চেষ্টা করা হয়েছে। আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। দেশ থেকে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা নির্মূল করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগসহ সহযোগি সংগঠনগুলো শক্তিশালী করতে হবে।
Leave a Reply