নাহিদুল ইসলাম ফাহিম
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাচার সার্ভিস এসোসিয়েশনের (নাসা) উদ্যোগে মঙ্গলবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে বিএনএফ শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান উপলক্ষে শহরের ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজৌকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম। সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শেখ।
সভা সঞ্চালনা করেন নাসার নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান সোহেল। এতে বক্তব্য দেন মুহাম্মদ আবদুর রহমান খান, রোকেয়া বেগম, রাবেয়া খানম, মৌসুমী আক্তার ও রফিকুল ইসলাম। এসময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৬জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক দুর এগিয়ে গেছে। সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের বৃত্তির ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এনজিও ফাউন্ডেশন তাদের মধ্যে অন্যতম। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়ক হবে।
Leave a Reply